ন্যাভিগেশন মেনু

খুলনায় বিরল প্রজাতির তক্ষকসহ আটক ১


খুলনা জেলার দাকোপ থানার অন্তর্গত ৫ নং সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিরল প্রজাতির ২টি তক্ষকসহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে তক্ষক দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিরল প্রজাতির তক্ষক দুটির মধ্যে একটির ওজন ৩৬৫ গ্রাম ও দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং অপরটির ওজন ৩৫৫ গ্রাম ও দৈর্ঘ্য ১৪ ইঞ্চি।

আটককৃত চোরাকারবারী মৃত্যুঞ্জয় মিস্ত্রি (৪৭) খুলনা জেলার দাকোপ থানাধীন গুনারী গ্রামের অরবিন্দু মিস্ত্রি এর ছেলে।

উদ্ধারকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান আমিরুল হক।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

 সিবি/ওআ