ন্যাভিগেশন মেনু

গণপিটুনিতে যশোরে ৩, সাভারে ১ নিহত


সরকারের কড়া ব্যবস্থা গ্রহণের পর কয়েকদিন থেমে থাকলেও ফের দেশে পিটিয়ে হত্যার ঘটনা সামনে চলে এলো। এবার যশোরে ৩ এবং ঢাকার অদূরে সাভারে এক  যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

যশোর জেলার অভয়নগরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামে এ কাণ্ড  ঘটে বলে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান।

 নিহতদের বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভয়নগর উপজেলার প্রেমবাগের পাশেই সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রাম। কয়েকজন লোক ভোর রাতে ওই গ্রামের খোরশেদ আলমের বাড়ির পাশে পিটুনির শিকার হয়।

মসজিদের মাইকেও গরু চোর ধরতে স্থানীয়দের সহায়তা চাওয়া হয়। লোকজন তাদের ধরে প্রেমবাগ রেলক্রসিংয়ের পাশে স্কুল মাঠে নিয়ে পিটুনি দেয়।

গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যায় আরেকজন।

সাভারে হত: এদিকে ঢাকার অদূরে সাভারে একটি মার্কেটের ভিতরে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা জানতে পারেনি পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের জাতীয় অন্ধ কল্যাণ সুপার মার্কেটের নিচতলার পিছনের দিকে এ ঘটনাঅ। নিহত মাফু (৩২) সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার ভাড়া বাসায় থাকতেন। তবে তার বিস্তারিত কোনো পরিচয় পুলিশ জানাতে পারেনি।

এস এস