ন্যাভিগেশন মেনু

গমের বাম্পার ফলনের আশায় বেড়ার চাষীরা


পাবনার বেড়া উপজেলার গমচাষীরা অনুকূল পরিবেশ থাকায় এই মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন।

দেশের অভ্যন্তরীণ বাজারে গমের ভালো দাম থাকা ও গত মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় গমচাষীরা এ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গম চাষ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে বেড়া উপজেলায় ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং হেক্টর প্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ দশমিক ২ মেট্রিকটন। সেখানে গমচাষীরা ২ হাজার ৮০০ হেক্টর জমিতে গম চাষ করেছে এবং ৮ হাজার ৯৬০ মেট্রিকটন গম উৎপাদন হবে বলে আশা করছেন।

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী আজকের বাংলাদেশ পোস্টকে জানান, গম থেকে তৈরী ময়দা, সুজি ও আটার ব্যবহার বহুগুন বেড়ে যাওয়ায় গমের বাজার মূল্য উর্ধমূখী। যার ফলে কৃষক গম চাষে উৎসাহী হচ্ছেন।

তিনি আরও জানান, গমের অনেকগুলো জাতের মধ্যে বারি-২৮, বারি-২৯ ও বারি-৩০ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী ও উচ্চ ফলনশীল হওয়ায় এই জাতের গম এলাকায় সর্বাধিক চাষ হচ্ছে। বাংলাদেশে গমের কয়েক ধরনের উচ্চ ফলনশীল জাত থাকলেও বারি ২৮, ২৯ ও ৩০ জাতের গমের রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রতিকুল আবহাওয়ায় সহনশীল,বিশেষ করে গমের সব থেকে ক্ষতিকর ছত্রাকজনিত ব্লাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী থাকায় এবং অধিক ফলনশীল হওয়ায় চাষীরা এ জাতের গম চাষে আগ্রহী হয়ে উঠছেন।

বেড়া উপজেলার বড়শিলা গ্রামের আলমগীর হোসেন, চাকলা গ্রামের নুরুমিয়া, ঢালার চরের রাজ্জাকসহ কয়েকজন গমচাষীর সাথে আলাপকালে তারা আজকের বাংলাদেশ পোস্টকে জানান, এলাকার গম চাষের প্রায় সব জমির শতভাগ গমের শীষ বের হয়ে গেছে, প্রাকৃতিক দূর্যোগ না হলে এ মৌসুমে ভালো ফলন আশা করছে এবং পরিপুষ্ট গমের দানা ঘরে তোলা সম্ভব হবে।

পোকা-মাকড়, ইদুর ও প্রাকৃতিক বিপর্যয় না হলে এবারে বিঘাপ্রতি ১৩ থেকে ১৫ মণ গমের উৎপাদন হবে বলে উপজেলার পাঁচুরিয়া গ্রামের গম চাষী আনছার আলী আশা প্রকাশ করেন।

বেড়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে গম চাষের সাথে সাথে উপজেলার চরাঞ্চলে গম চাষ বৃদ্ধি পেয়েছে। গমের ভালো ফলন, ভালো দাম, গম চাষে খরচ কম, উন্নত ও উচ্চ ফলনশীল বীজ পাওয়ার কারণে এবং উপজেলা কৃষি কর্মকর্তার অফিস এবং মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সরাসরি তত্বাবধানে ও প্রয়োজনীয় পরার্মশ পাওয়ায় এলাকার চাষীরা গম চাষে উৎসাহিত হচ্ছে।

এনএস/ ওয়াই এ/এডিবি