ন্যাভিগেশন মেনু

গাজীপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার


গাজীপুর মহানগরীর সালনায় চাঞ্চল্যকর ৭ম শ্রেণীর ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী আরিফ ওরফে সবুজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১।

আরিফ ওরফে সবুজ (২৮) পেশায় গ্যারেজ মিস্ত্রি। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বরুড়াজানির মৃত খোরশেদ আলমের ছেলে। সে মহানগরীর টেকনগরপাড়া এলাকার জামাল মন্ডলের বাড়িতে ভাড়ায় থাকে।

গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ম শ্রেণীর ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১ অক্টোবর)  রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকার ৭ম শ্রেণীর এক ছাত্রী রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে দক্ষিণ সালনার তিনরাস্তার মোড় থেকে তাকে অপহরণ করে তিন অপহরণকারী। পরে তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও এবং ছবি ধারণ করে। পরবর্তীতে ভোররাতে ওই ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পা রশি দিয়ে বেঁধে তার মুখে স্কচটেপ এবং গলায় ওড়না পেচিয়ে বক্সখাটের ভেতর আটকে ধর্ষকরা দ্রুত পালিয়ে যায়।

পরে তার গোঙ্গানীর শব্দে পাশের বাসার ভাড়াটিয়ারা তার পরিবারকে সংবাদ দিলে ঘটনার পরদিন অজ্ঞান অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহায়তায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ২ অক্টোবর ওই ছাত্রীর মা বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। 

তিনি আরও জানান, এই মামলার অন্য পলাতক আসামীদের গ্রেপ্তার করতে র্যাবের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এস এ /এডিবি