ন্যাভিগেশন মেনু

গাজীপুরে ২০ মেধাবী শিক্ষার্থী পেলো মুক্তিযোদ্ধা খোরশেদ আলম স্মৃতি বৃত্তি


গাজীপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা খোরশেদ আলম স্মৃতি বৃত্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি দেওয়া হয়।

ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন পাঁচ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোশারফ হোসেন দুলাল । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন।

সদর উপজেলার ডগরী গ্রামের সন্তান খোরশেদ আলমের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে এ বৃত্তি দেওয়া হয় যা প্রতি বছর চলমান থাকবে বলে জানান মরহুম খোরশেদ আলমের মেয়ে ডা. নওশিন শারমিন পুরবী।

অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা, প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক, শাহ আলম, রাকিবুল ইসলাম, শাহজাহান মাস্টারসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সোশ্যাল সিকিউরিটি অডিট ডিরেক্টরেট-এর ডিরেক্টর জেনারেল শেখ মোহাম্মদ ওমর ফারুক, ব্যারিস্টার নাফিস আলম ও ডাক্তার নওশিন শারমিন পুরবী প্রমূখ।

এইচ আর/ এস এ /এডিবি