বিএনপি- জামায়াতের ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ার পুলিশ হেডকোয়ার্টার্সের পেছনের সড়কে ফ্লাইওভারের নিচে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ২টা ৫২ মিনিটে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পরে পুলিশ পাহারায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপন করে।