ন্যাভিগেশন মেনু

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে উত্তাল নোয়াখালী


মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করছে নোয়াখালীর সর্বস্তরের জনগণ।

সোমবার (৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, জেলার টাউন হল মোড়, নোয়াখালী প্রেসক্লাব সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন, বিভিন্ন উন্নয়নমূলক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এসো গড়ি উন্নয়ন সংস্থা, এনআরডিএস, নারী অধিকার জোট, এফপিএবিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আলাদাভাবে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও নির্যাতনের ভিডিও ভাইরাল হবার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।

উল্লেখ্য, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালায় স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা। ঘটনার পর থেকে  নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছুদিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসত বাড়ি ছাড়তে বাধ্য করে। রবিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এ পর্যন্ত ৪ আসামিকে আটক করেছেন।

ডি আ/ ওয়াই এ/এডিবি