ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জের দেবগ্রামের আশ্রায়ণ প্রকল্প অনুকরণীয় হতে পারে: ডিসি


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামের আশ্রায়ণ প্রকল্পটি অনুকরণীয়  হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা। 

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কোটালীপাড়া উপজেলার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

এ সময় জেলা প্রশাসক উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রাম ও আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের এবং কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রতিষ্ঠিত আত্মকর্মসংস্থানমূলক 'অবলম্বন' প্যাকেজিং ফ্যাক্টরির সেই ৪৩ জন (এক সময়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত) কর্মজীবীর খোঁজখবর নেন। 

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জমিসহ দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর পেয়ে গোপালগঞ্জে প্রায় ২ হাজার ভূমিহীন পরিবার উচ্ছসিত।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের উদ্যোগে রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামে পুরাতন আশ্রয় কেন্দ্রের পাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও মনমুগ্ধকর পরিবেশে পরম যত্নে গড়ে তোলা হয়েছে দেবগ্রাম আশ্রায়ণ প্রকল্প। দেবগ্রাম আশ্রায়ণ প্রকল্পের ৩০টি ঘরে বসবাস করছেন ৩০টি পরিবার।

কি নেই এই প্রকল্পে! বিদ্যুৎ সংযোগ, বিশুদ্ধ খাবার পানি, রাস্তা-ঘাটসহ খাল সংলগ্ন দুইটি পাকা ঘাট, খাল পাড়ে বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছে একাধিক বেঞ্চ। শিশুদের খেলাধুলার জন্য দুইটি দোলনাসহ বেশ কয়েকটি রাইড স্থাপন করা হয়েছে, এ আশ্রায়ন প্রকল্পে, যেখানে শিশুরা আপন মনে খেলাধুলা করে। 

এছাড়া শিশু- কিশোরদের জ্ঞানের আলোয় বিকশিত হতে নির্মাণ করা হয়েছে আশ্রায়ণের বাতিঘর 'আলোঘর' নামে একটি পাঠাগার। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ খ্যাতিমান কবি, সাহিত্যিক ও গুণীজনদের লেখা বিভিন্ন ধরনের বই ও শিশুদের শিক্ষা সহায়ক পাঠ্যপুস্তক ও গল্পের বই রয়েছে। যা পাঠ করে কোমলমতি শিশু-কিশোররা তাদের জ্ঞানের আলোকে বিকশিত করতে পারবে। 

মঙ্গলবার এ প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ পাঠাগারে বেশকিছু বই  উপহার দেন।

এছাড়া আশ্রায়ন প্রকল্পে বসবাসরত মা-বোনদেরকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

প্রকল্পের পাশে অবকাঠামোগত উন্নয়নের জন্য ড্রেনেজ সুবিধা ও প্রকল্প সংলগ্ন খালের ওপর দৃষ্টিনন্দন একটি বেইলি সেতু নির্মাণের দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাশেদুর রহমান, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদার, আমতলী ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

এসআর/এস এ/এডিবি/