ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জের হাইশুর বৃদ্ধাশ্রমে ৫ লাখ টাকা অনুদান দিলেন ডিসি


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিত হাইশুর বৃদ্ধাশ্রমে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিণী মনিকা রাণী বোসের ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৬ সালে হাইশুর বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠিত হয়। পরিবার ও সমাজে অবহেলিত ২৩ জন অসহায় বয়োবৃদ্ধ (নারী-পুরুষ) বর্তমানে এ বৃদ্ধাশ্রমে বসবাস করছেন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা হাইশুর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিণী মনিকা রাণী বোসের হাতে অনুদানের এ সঞ্চয়পত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় প্রমূখ।

এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এই বৃদ্ধাশ্রমে সমাজের অবহেলিত, নিপীড়িত ও আর্থিকভাবে দুর্বল বয়োবৃদ্ধদের কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল বিত্তবানদের বৃদ্ধাশ্রমের অসহায় এ সকল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সিবি/এডিবি/