ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে করোনায় আরও ৪ জনের মৃত্যু


গোপালগঞ্জে করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫৮ জন। 

শুক্রবার (২৫ জুন) গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ গণমাধ্যমকে জানান, গত ২৪ জুন পর্যন্ত গোপালগঞ্জে আরটিপিসিআর মেশিনে ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের।

এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ৪১ জনের মধ্যে আক্রান্ত ১৮ জন, মৃত্যু হয়েছে ২ জনের, টুঙ্গিপাড়া উপজেলায় ১১৪ জনের মধ্যে আক্রান্ত ৭ জন, কোটালীপাড়া উপজেলায় ২৭ জনের মধ্যে ৯ জন, কাশিয়ানী উপজেলায় ৩৩ জনের মধ্যে আক্রান্ত ১৪ জন, মৃত্যু হয়েছে ১ জনের এবং মুকসুদপুর উপজেলায় ২৪ জনের মধ্যে আক্রান্ত ১০ জন, মৃত্যু হয়েছে ১ জনের।

এদিকে সদর উপজেলাসহ জেলার পাঁচ উপজেলায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ঘোষিত সর্বাত্মক লকডাউন চলমান রয়েছে। লকডাউন কার্যকরে জেলা প্রশাসন ও জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থেকেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। করোনায় দ্বিতীয়বার আক্রান্ত হয়ে আইসোলেশনে থেকেও সার্বিক পরিস্থিতি তদারকি করছেন জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় জনসাধারণকে করোনা (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতায় জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের তত্ত্বাবধানে জেলা তথ্য অফিস প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সর্বত্র ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে। 

লকডাউন কার্যকরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গোপালগঞ্জ পৌর এলাকার  বিভিন্ন হাট-বাজার, ব্যবসা-প্রতিষ্ঠান সহ অস্থায়ী চেকপোস্ট তদারকি অব্যাহত রেখেছেন। কিন্তু এতো কিছু করার পরেও লোকজনের অকারণে বাহিরে বেরোনো বন্ধ করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা অকারণেই বাইরে বেরিয়ে আসছেন। তাই গোপালগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নতুবা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। 

জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে এবং জরুরী প্রয়োজনে মাস্ক ব্যবহার করে চলাচলের পরামর্শ দিয়েছেন। আপদকালীন সময়ে প্রশাসনের সহযোগিতা নিতেও তিনি অনুরোধ জানান। 

করোনায় আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘরে অবস্থান করা এ মুহূর্তে অত্যন্ত জরুরী বলেও তিনি মন্তব্য করেন।

এসআর/এডিবি/