ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৫০ গৃহহীন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নে ৫০টি সেমিপাকা ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকালে উৎসবমুখর পরিবেশে লটারির মাধ্যমে ৫০টি পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হয়।

উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন গাজীর সভাপতিত্বে সুবিধাভোগীদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী উজ্জ্বল মন্ডল, ডুমদিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মানিক খান, ইউপি সদস্য বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি তার দূরদর্শীতায় বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। এ ছাড়াও সহায়-সম্বলহীন প্রতিটি পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর উপহার দিয়ে লাখপতি করে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ঘর পাওয়া সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া যেসব ঘর আপনারা আজ পেয়েছেন সেইগুলো যত্ন সহকারে ব্যবহার করবেন।

কেএমএসআর/এসএ/এডিবি