ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ১০০ ঘর হস্তান্তর


মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেশব্যাপী গৃহহীনদের মাঝে জমিসহ সেমিপাকা ঘর হস্তান্তরের ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ১০০টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উৎসবমুখর পরিবেশে স্বচ্ছতা নিরূপনে সকল সুবিধাভোগীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ১০০ পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হয়।

সদ্য নির্মিত এ ঘর বুঝে পেয়ে সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আলাউদ্দিন, ৫নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু, ইউপি সচিব মোঃ দেলোয়ার হোসেন, ইউপি সদস্য (সংরক্ষিত) মোছাঃ পলি বেগম, মোসাঃ ঝর্না বেগম, মোছাঃ শাহানারা বেগম, ইউপি সদস্য (সাধারণ) কাজী রেজাউল ইসলাম, আছাদ শরীফ, হাজী বাবর আলী শরীফ, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসআর/ওয়াই এ/এডিবি