ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫৫৫ গৃহহীন পরিবার‌‌‌


গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫৫৫ জন ভূমি ও গৃহহীন পরিবার। তাদের মাঝে ভূমিসহ ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২০ জুন) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক উৎসবমুখর পরিবেশে এ উপহার সুবিধাভোগীদের হস্তান্তর করা হয়।

'মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না'-এ লক্ষ্যে আশ্রায়ণ প্রকল্প-২-এর আওতায় দ্বিতীয় পর্যায়ে দেশজুড়ে ৫৩ হাজার ৩৪০টি উপকারভোগী পরিবারের অনুকূলে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।

এরই ধারাবাহিকতায় রবিবার (২০ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়া ও মোনাজাত শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ উসমান গনি, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব ইসলাম, সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, পৌর আ. লীগের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী উজ্জ্বল মন্ডল, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের আওতাভুক্ত ২১টি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

গত শনিবার জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের জানান, গোপালগঞ্জে দ্বিতীয় পর্যায়ে মোট ৮০৭টি ঘরের মধ্যে আজ ৫৫৫টি ভূমিসহ ঘরের দলিল সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ২৫২টি ঘর নির্মাণ সম্পন্ন হলে ৫ উপজেলার সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

৫৫৫টি নির্মাণ সম্পন্ন হওয়া ঘরের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৮১টি, কাশিয়ানী উপজেলায় ১৩০টি, মুকসুদপুর উপজেলায় ১১০টি এবং কোটালীপাড়া উপজেলায় ৩৪টি ঘর রয়েছে।

কেএমএসআর/ ওয়াই এ/এডিবি/