ন্যাভিগেশন মেনু

গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন


গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২১-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হলো 'ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল'।

রবিবার (৬ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা সদর উপজেলা ভূমি কার্যালয়ে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ-২০২১-এর উদ্বোধন করেন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি। 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সহকারী কমিশনার মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার মো.মামুন খান, সহকারী ভূমি কর্মকর্তা মো. সাফিজুর রহমান, উপ-সহকারী ভূমি কর্মকর্তা হাফিজুর রহমান লিটন, অফিস সহকারী শিশির কুমার বিশ্বাস, ভূমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা সকল ভূমির মালিকদেরকে সরকার প্রদত্ত সহজলভ্য ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে অনুরোধ জানান এবং ভূমি অফিসের প্রতারক চক্রসহ অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ফাঁদে না পড়ে কেবলমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ফি দিয়ে ভূমি সেবা গ্রহণ করতে সকলকে আহ্বান জানান। সেই সাথে জেলা প্রশাসক জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সেবা প্রত্যাশীদের সাথে শালীনতা বজায় রেখে দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দেন।

এসআর/এডিবি/