ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম ওয়াসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম ওয়াসা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করা হয়েছে ।    

বুধবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। 
 কর্মসূচীর মধ্যে ছিল- সূর্য্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরীসহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং চট্টগ্রাম ওয়াসা প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা  দিবসের উপর আলোচনা সভা। সভায় পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করা হয়।সভায় চট্টগ্রাম ওয়াসার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক  সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনাকালে বক্তারা মহান শহীদ দিবসের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন।

জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা এর  সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/অর্থ/প্রকৌশল), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, নির্বাহী  ম্যাজিস্ট্রেট এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।