ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম জিপিওতে দিনব্যাপী 'স্মারক ডাকটিকিট প্রদর্শনী ও বিপণন' অনুষ্ঠিত


বাংলাদেশ ডাক অধিদপ্তরের নির্দেশনায় চট্টগ্রামে জিপিও প্রাঙ্গনে মঙ্গলবার সকালে দিনব্যাপী "স্মারক ডাকটিকিট প্রদর্শনী ও বিপণন-২০২৪" এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোস্টমাস্টার জেনারেল (পূর্বাঞ্চল সার্কেল) মোঃ ছালেহ আহাম্মদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও চিটাগাং কালেক্টরস ক্লাব কর্তৃক একটি স্মারক খাম উন্মোচন করেন। 

প্রদর্শনীতে চট্টগ্রাম জিপিও সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মোহসীন উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ডিপিএমজি (সঞ্চয়) মোহাম্মদ আবদুল্লাহ। 

প্রদর্শনীর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মোহসীন উদ্দিন ও চিটাগাং কালেক্টরস ক্লাব'র সভাপতি প্রবাল দে। প্রদর্শনীতে চট্টগ্রাম ডাক বিভাগের ফিলাটেলিক ও পোস্টাল মিউজিয়ামের সংগ্রহসমূহ এবং চিটাগাং কালেক্টরস ক্লাব এর মূল্যবান সংগ্রহসমূহ প্রদর্শন করা হয়। এতে ডাক ব্যবস্থা, বিভিন্ন খাম ও স্মারক ডাক টিকিট প্রদর্শন করা হয়।
 
উল্লেখ্য, প্রদর্শনীর আয়োজন উপলক্ষে ইতোপূর্বে ২৪ জন সদস্য নিয়ে আয়োজন কমিটি ঘোষনা করা হয়। উক্ত প্রদর্শনীতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ও জনসাধারণ উপস্থিত হয়ে স্মারক ডাকটিকিট ও খাম সংগ্রহ করেন।

অনুষ্ঠানে চিটাগাং কালেক্টরস ক্লাব'র সদস্যবৃন্দকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রদর্শনীতে পোস্টাল মিউজিয়াম জিপিও'র সংগ্রহ সমূহঃ রানার এর ব্যবহৃত বল্লম, হারিকেন, চামড়ার ক্যাশ ব্যাগ, পুরাতন ডাক মোহর, ছুরি, কাচি, লোহার নিক্তি, বাটখারা, টিকেট ক্যান্সেলিং মেশিন, ট্রেজারীতে ব্যবহৃত ৩টি এক নলা বন্দুক, পোস্ট বক্স ও লেটার বক্স, ঘড়ি, বৃটিশ আমলের সাইনবোর্ড, মুক্তিযুদ্ধে শহিদ ডাক কর্মচারীদের স্মারক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথাসহ ডাকবিভাগের এরোগ্রাম, স্মারক খাম, উদ্বোধনী স্মারক, পোস্টকার্ড, পোস্টকোড, বিভিন্ন ফরমসমূহ।