ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য

'ক্রীড়াচর্চা দেহ ও মনের প্রশান্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে'


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৪ উদযাপন উপলক্ষ্যে চবি কেন্দ্রীয় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা। চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. নাজনীন নাহার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।

চবি উপাচার্য বলেন, “ক্রীড়াচর্চা দেহ ও মনের প্রশান্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অধিকতর গুরুত্ব দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নারী কৃতি ক্রীড়াবিদ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় ইতিমধ্যে সফলতার সাক্ষর রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের ও গৌরবের।”

তিনি বলেন, “চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হলের ছাত্রীরা সুস্থ দেহ ও প্রশান্ত মনে খেলোয়াড় সুলভ মনোবৃত্তির পরিচয় দিয়ে তাদের ক্রীড়া-কৌশল প্রদর্শনের মাধ্যমে সাফল্য অর্জন করবে এটাই প্রত্যাশিত।’ তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের সার্বিক সফলতা কামনা করে অতিথিদের সাথে নিয়ে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উক্ত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ক্রীড়া উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন হলের আবাসিক শিক্ষার্থী নির্জনা ইসলাম, ছাবেকুন নাহার, জান্নাতুল তাবাস্সুম ও নওরীন তাবাস্সুম ইমু।

অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মুর্চ্ছনায়  বিশ্ববিদ্যালয় পতাকা, চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হল পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন উক্ত হলের কৃতি ক্রীড়াবিদ তামান্না মাহবুব। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ সপিলতা ত্রিপুরাকে চবি উপাচার্য শপথবাক্য পাঠ করান।

চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক ও দলের টিম ম্যানেজার শারমিন কবির সীমার নির্দেশনায় হলের আবাসিক শিক্ষার্থী কৃতি ক্রীড়াবিদদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতি ক্রীড়াবিদ রঙ্গিলা চাকমা ও মুক্তা দাশ।

অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।