ন্যাভিগেশন মেনু

২০০ টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ


লক্ষীপুরে লোকমান হোসেন (৬৩) নামে এক বৃদ্ধ সিএনজি চালিত অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। লক্ষীপুর সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা জশিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর থানায় একমাত্র খোরশেদ আলমকে আসামী করে নিহতের পুত্র রাকিব হোসেন এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার পর সদর মডেল থানা পুলিশ খোরশেদ আলম নামে সিএনজি মালিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খোরশেদ একই গ্রামের সিরাজ উল্যার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ‘বৃদ্ধ লোকমান ভাড়ায় খোরশেদের অটোরিকশা চালাতো। কিছুদিন আগে তিনি খোরশেদের রিকশা চালানো বন্ধ করে দেয়। কিন্তু তার কাছ থেকে খোরশেদ ২০০ টাকা পাওনা ছিলো। বৃহস্পতিবার ঘটনার সময় লোকমানকে সড়কে গতিরোধ করে খোরশেদ পাওনা টাকা দাবি করে।

টাকা পরে দেওয়ার কথা বলতেই খোরশেদ তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে খোরশেদ বুকের ওপর উঠে গলা টিপে লোকমানকে হত্যার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।’

এমএম/এমআইআর/এডিবি