ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে ৪ উপজেলায় দুঃস্থ মহিলাদের জন্য ৯০০ মে.টন চাল বরাদ্দ


চাঁদপুরের চার উপজেলায় দুঃস্থ মহিলাদের পুষ্টি চাহিদা পূরণে ৯০০ মেট্রিক টন পুষ্টিমান সম্পন্ন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সুত্রে এ তথ্য জানা গেছে। 

মহিলা বিষয়ক বিভাগ প্রত্যেক তালিকাভূক্ত দুঃস্থ মহিলাদেরকে ৩০ কেজি করে পুষ্টি চাহিদা সম্পন্ন চাল বিতরণের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।

খাদ্য নিয়ন্ত্রকের অফিস সুত্রে প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুরের মতলব দক্ষিণে ১ হাজার ৯১৯ জনের জন্যে ১০৭ মে.টন ও ফরিদগঞ্জে ১ হাজার ৭৮৪ জনের জন্যে ২১৫ মে.টন পুষ্টিমান সম্পন্ন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মতলব উত্তরে ৬ হাজার ৮১৪ জনের জন্যে ৪০৪ মে.টন এবং কচুযায় ৯ হাজার ৩১২ জন দুঃস্থ মহিলাদের জন্য ২৭৯ মে.টন চাল বরাদ্দ করা হয়েছে।

এমআইআর/এডিবি