ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে বিভিন্ন কর্মসূচির আওতায় ১ লাখ ৩৭ হাজার মানুষ


চাঁদপুরে সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় ১ লাখ ৩৭ হাজার ৮৪৮ জন  মানুষ অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুর সমাজসেবা অধিদপ্তর কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক নিরাপত্তাগুলোর মধ্যে রয়েছে, বয়স্ক ভাতা, বিধবা দু:স্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, হিজরা ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা ভাতা ইত্যাদি।

সমাজসেবা অধিদপ্তর চাঁদপুরের দেওয়া তথ্যমতে , ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত  চাঁদপুর জেলার ৮টি উপজেলার ৮৯টি ইউনিয়নে সরকারি নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাছাইকৃত সুবিধাভোগকারীদের তালিকার ভিত্তিতে ও স্ব-স্ব  উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের অনুমতিতে ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত বয়স্ক ভাতায় ৮২ হাজার ৭৭০ জন, ২৪ হাজার ৯ শ ৫৮ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতার অন্তর্ভুক্ত। 

সুবিধাভোগীরা প্রতিমাসে ৫০০ টাকা করে ভাতা পাচ্ছে। অসচ্ছল প্রতিবন্ধী হিসেবে মাসে ৭০০ টাকা করে ভাতা পাচ্ছে ৩০ হাজার ১২০ জন, ২৪ জন হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে ৮২৩ জন,  অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ৮৬৩ জন, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাচ্ছেন ৩ হাজার ৯৫৬ জন। ২০২০-২১ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাবেন ১২ হাজার টাকা করে।

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাথমিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ হাজার ৪৪২ জন, অনুরূপ হিজড়া শিক্ষার্থীরা পাচ্ছে ৮ জন, বেদে ২৭৫ জন, অনাগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীরা পাচ্ছে ৫৩৪ জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতাভুক্ত মৃত্যুজনিত কারণে শূন্য কোঠায় নতুন সুবিধাভোগী ২০২০-২১ অর্থবছরে অন্তর্ভুক্তি হবে বলে জানা গেছে।                                  

ওয়াই এ/এডিবি