ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৩ খাদ্যগুদাম


চাঁদপুরের ১০ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে  তিন উপজেলা - হাইমচর, মতলব উত্তর ও কচুয়ায় এই তিনটি খাদ্যগুদাম নির্মিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু বিষয়টি জানান।

এর মধ্যে মতলব উত্তরে ৫ হাজার মে.টন ক্ষমতা সম্পন্ন, কচুয়ায়  ১ হাজার মে. টন ক্ষমতা সম্পন্ন এবং হাইমচরে ১ হাজার মে. টন ক্ষমতাসম্পন্ন খাদ্যগুদাম  নির্মাণের কাজ চলছে।

সরকারের খাদ্য বিভাগ ২০১৯-২০২০ অর্থবছরে এ প্রকল্পটি  সারাদেশে ১৫৮টি খাদ্য গুদাম নির্মাণ প্রকল্প গ্রহণ করে। এরমধ্যে  ১ হাজার মে.টন  ক্ষমতা সম্পন্ন ৫২টি  এবং  ৫ হাজার  মে. টন ক্ষমতাসম্পন্ন ১০৬টি।

খাদ্য গুদাম নির্মাণ প্রকল্প ২০১৯-’২০ অর্থবছরের এর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে কাজের গতি স্থগিত থাকার কারণে ওই অর্থবছরে এর কাজ সম্পন্ন করা হয়নি বলে জানা যায়।

তবে ২০২০-২০২১ অর্থবছরের জুনের মধ্যেই  চাঁদপুরের খাদ্যগুদামগুলোর কাজ সম্পন্ন হবে বলে জানান নিত্যানন্দ কুন্ডু। 

এডিবি/