ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ শুরু


‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরেও হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ি খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এ চাল বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, ‘জেলায় ১২৩ জন ডিলারের মাধ্যমে ৫৩ হাজার ১৫৬ হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে সর্বমোট ১৫৯৪.৬৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। 

এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে ২৩জন ডিলারের মাধ্যমে কার্ডধারী ৮ হাজার ৭৩৬টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়।’

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে হতদরিদ্র কার্ডধারী প্রতিটি পরিবারকে ১০ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ তিনমাস তারা ৩০ কেজি করে চাল পাবে।

এমআইআর/এডিবি