ন্যাভিগেশন মেনু

চাঁদপুরে ৩ হাজার ৯৫৬ মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় ভাতার আওতায়


মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়িয়েছে সরকার। সে অনুযায়ি ২০২০-২১ অর্থবছরে চাঁদপুরে ৮ উপজেলায় ৩ হাজার ৯৫৬ জন বীর মুক্তিযোদ্ধা ১২ হাজার টাকা  করে মাসিক রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতার এ তথ্য সমাজসেবা অধিদপ্তর থেকে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে , চাঁদপুর সদরের ১৪টি  ইউনিয়নে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছেন ৬০৫ জন , কচুয়ার  ১২টি  ইউনিয়নে ২৬১ জন, শাহরাস্থির ১০টি  ইউনিয়নে  ৫০৯ জন ,  হাজীগঞ্জের ১১টি  ইউনিয়নে ৬২৬ জন , মতলব দক্ষিণের ৬টি  ইউনিয়নে ৩২৯ জন ,মতলব উত্তরের ১৫টি  ইউনিয়নে ৬৯১ জন ,ফরিদগঞ্জের  ১৬টি  ইউনিয়নে ৮০৪ জন ও হাইমচরের ৬টি  ইউনিয়নে ১৩১ জন  বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মানী ভাতার অন্তর্ভূক্ত রয়েছেন।

গত অর্থবছর পর্যন্ত সম্মানী ভাতার পরিমাণ ছিল ১০ হাজার টাকা ।

ওয়াই এ/এডিবি