ন্যাভিগেশন মেনু

চাটমোহরে লালন স্মরণোৎসবের শেষদিন আজ


পাবনার চাটমোহরে বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরণে ২১তম সাধুসঙ্গ, লালন মেলা উদযাপন ও লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে যদি কিছু জানতে হয়, মন দিয়ে শুনতে হয়, শুনবো বেশি বলবো কম, আমরা সবাই চেতন’ এই প্রতিপাদ্যে লালন স্মরণোৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ও সোমবার (১৫ ফেব্রুয়ারি) চাটমোহরের রেলবাজার লালন চর্চা কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লালন ভক্ত শিল্পীরা লালনগীতি পরিবেশন করছেন।

রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও লালন চর্চা কেন্দ্রের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলি মানিক, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ,কে,এম শরীফ উল্লাহ সাচ্চু, প্রভাষক মাহবুবুল ইসলাম, রেজাউল করিম পলাশ, প্রভাষক সাইমুর রহমান পাভেল, প্রভাষক আব্দুল গণি প্রমূখ।

এ অনুষ্ঠানে এলাকার শত শত লালন ভক্ত উপস্থিত হয়েছন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে রয়েছেন, লালন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক হাফিজ ও সঞ্চালনায় রয়েছেন চেতন গুরু।

আই কে আর/এসএ/এডিবি