ন্যাভিগেশন মেনু

চাটমোহরে ১২০ ফুট জাহাজের উপর ২২ ফুট সরস্বতী প্রতিমা


হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। এ পূজা উপলক্ষে পাবনার চাটমোহরের বোঁথর গ্রামের জাগতিক সংঘের তরুণরা বোঁথর চড়কবাড়ি প্রাঙ্গনে বাঁশ, কাগজ, আর্টপেপার দিয়ে ১২০ ফুট দীর্ঘ ৪০ ফুট প্রস্থ প্রতীকী জাহাজের উপর ২২ ফুট উচ্চতা বিশিষ্ট সরস্বতী প্রতিমা স্থাপন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পূজা উদযাপনে এটি একটি ব্যতিক্রমী ধরণ হওয়ায় এটি দেখতে দুর দুরান্ত থেকে ভীড় জমাচ্ছেন মানুষ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত এটি প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

তরুণদের এ ব্যতিক্রমী উদ্যেগ প্রসঙ্গে বোঁথর গ্রামের রাজীব কুমার বিশ্বাস রাজু জানান, কৃষ্ণ সূত্রধর ও সজীব বিশ্বাস বকুল এর মূল পরিকল্পনাকারী। বিশ্ব রাজবংশী ও রতন বর্মণ এর তত্ত্বাবধান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রাক্তন ছাত্র তীর্থ সূত্রধর এবং পার্থ সূত্রধর এটি তৈরীতে অগ্রণী ভূমিকা রাখেন। তনু বিশ্বাস আল্পনার কাজ করেন। এলাকার প্রায় ৪০ জন তরুণের ২০ দিনের স্বেচ্ছাশ্রমে এ জাহাজটি তৈরী করা হয়। প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে এটি তৈরী করা হয়েছে।

চাটমোহর পৌর সদরের ব্যবসায়ী রনি রায় জানান, পাবনা, নাটোর, সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ এটি দেখতে আসছেন। শতাধিক বাঁশ দ্বারা নির্মিত কাঠামোর উপর কার্টুন, খবরের কাগজ, আর্টপেপার স্থাপন করে পোষ্টার পেপার দিয়ে পুরো জাহাজটি ঢেকে দেওয়া হয়েছে। নোঙর করা জাহাজের পেছন দিকটায়, উত্তরাংশে শ্রী শ্রী হরিমন্দির ও নাটমন্দির রয়েছে। দেখে মনে হচ্ছে এটিও যেনো জাহাজে স্থাপন করা। সব মিলিয়ে বোঁথর গ্রামের তরুণরা শৈল্পিক যে কাজটি করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

উদ্যোগী তরুণরা জানান, এবারের সরস্বতী পূজাকে স্মরণীয় করে রাখতে আমরা এ উদ্যাগ নিই।

আই কে আর /এস এ/এডিবি