ন্যাভিগেশন মেনু

চীন-মার্কিন সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনতে হবে: বাইডেনের সাথে সাক্ষাতে সি চিনপিং


“দু’টি বড় দেশের শীর্ষ নেতৃবৃন্দ হিসেবে আমাদের উচিত চীন-মার্কিন সম্পর্ককে স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়া।“

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে, ইন্দোনেশিয়ার বালিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবার পর বিগত ৫০ বছরে চীন-মার্কিন যৌথ প্রচেষ্টায় যেমন অনেক কিছু অর্জিত হয়েছে, তেমনি অনেক জটিলতাও সৃষ্টি হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, চীন-মার্কিন সম্পর্কের উন্নয়ন দু’দেশ ও দু’দেশের জনগণের জন্যই কল্যাণকর। 

সি চিন পিং বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মানবজাতি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এই জটিল মুহূর্তে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক দেখতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়। আজকের বৈঠক তাই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের উচিত বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য ইতিবাচক শক্তি যোগানো।

প্রেসিডেন্ট সি আরও বলেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চীন-মার্কিন সম্পর্কের বিভিন্ন কৌশলগত দিক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুনিয়ে মতবিনিময় করতে চান। দু’জনের যৌথ প্রচেষ্টায় দু’দেশের সম্পর্ক আবারও স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরে আসবে এবং দু’দেশের জনগণই এতে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। (সূত্র: সিএমজি)