ন্যাভিগেশন মেনু

চুয়াডাঙ্গার নাটুদহ ও নিতপোতা ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন


করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযাগ্যে করতে মাঠে কঠোর অবস্থানে ছিল প্রশাসন।

এদিকে, এ দুই ইউনিয়নে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযাগ্যে করতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট , ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩২৬ জন পুলিশ এবং ৩২৩ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। তাছাড়া মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি ও র‌্যাব।

নতিপোতা ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ১২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫'শ ৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৬'শ ২০ জন । এ ইউনিয়নে ১০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নাটুদহ ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩'শ ৭৫ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৪৫১ জন। এ ইউনিয়নে ৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সিবি/এডিবি