ন্যাভিগেশন মেনু

চুয়াডাঙ্গায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহত ২


চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সকালে জেলার দর্শনা বাসস্ট্যান্ডে ও দর্শনা ইসলাম বাজারে পৃথক দু’টি দূর্ঘটনা ঘটে।

যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহাগ হোসেন ও আলমসাধু দুর্ঘটনায় কিরন নামে ২ জন নিহত হয়েছেন। নিহত সোহাগ হোসেন (২৮) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আলা উদ্দিনের ছেলে। অপরজন কিরন (২৫) দর্শনা ইসলাম বাজার এলাকার শুকুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ধানের বিচালি বিক্রি করে লাটাহাম্বাযোগে (শ্যালো ইঞ্জিন চালিত যান) মেহেরপুর থেকে ঝিনাইদহের মহেশপুর যাওয়ার পথে সকালের নাস্তা করতে দর্শনা বাসস্ট্যান্ডে যাত্রাবিরতি করেন। নাস্তা শেষে লাটাহাম্বায় উঠেন রওনা দিলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস তার লাটাহাম্বাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হন লাটাহাম্বার চালক সোহাগ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দর্শনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘাতক বাস ও এর চালককে আটক করতে অভিযান চালানো হচ্ছে। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে শনিবার বিকেলে কিরন চুয়াডাঙ্গা থেকে আলমসাধুতে বাড়ি ফেরার পথে যানবাহনটি নিয়ন্ত্রন হারিয়ে প্রাচীরের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদরে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এনআই/ ওয়াই এ