ন্যাভিগেশন মেনু

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারকে এমপি'র সহায়তা


চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা, আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে তিতুদহ গ্রামের আওয়ামী লীগ নেতা হায়দার মিয়ার বাড়ির সামনে এসব সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় এমপি বলেন, মৃত্যু অবধারিত, তবে অস্বাভাবিক, অপ্রত্যাশিত বা অনাকাংঙ্খিত মৃত্যু যে কোন পরিবারের জন্য খুবই কষ্টের ও বেদনার। যাদের স্বজন হারায় তারাই শুধু এ কষ্ট উপলব্ধি করতে পারে। মৃত্যু বাস্ত হলেও অনাকাংখিত মৃত্যু মেনে নেওয়া কঠিন।

এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাষ্টার, ফাতুরুজ্জামান, লিটন মিয়া, গিয়াস উদ্দিন, জামির আলী, ছাদেক আলী, আবুল কাশেম মাষ্টার, শাহালম, ছাদেক আলী, অপু সরকারসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৮ আগষ্ট ভোর ৬ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের একটি বাসারে ধাক্কায় ৬জন নিহত হয়। নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডাদুয়া গ্রামের নিতাই হালদারের ছেলে ষষ্টি হালদার (৪০), খাড়াগুদা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩০), তিতুদহ গ্রামের পিয়াস আলীর ছেলে রাজু আহমেদ (৩৫), একই গ্রামের লুতা মন্ডলের ছেলে সোহাগ হোসেন (২৮), হায়দার আলীর ছেলে কালু মন্ডল (৪০) এবং রহিম মন্ডলের ছেলে শরিফ হোসেন (৪০)। নিহতরা আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।

এনআই/ এডিবি