ন্যাভিগেশন মেনু

জাঁকজমকপূর্ণ আয়োজনে সিএমপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনবান্ধব সিএমপি গড়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
রবিবার বিকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আবদুল্লাহ আল মামুন। তিনি পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরবর্তীতে আইজিপি ৭৫ এর ১৫-ই আগস্টে জাতির জনকসহ তার পরিবারের সকল শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়াও তিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের অবদানের কথা তুলে ধরেন।
 
তিনি বলেন, চট্টগ্রাম বিট্রিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার। জাতির পিতার আহবানে চট্টগ্রামের মানুষের পাশাপাশি পুলিশও মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।

তিনি উল্লেখ করেন সিএমপি সবসময় উদ্ভাবনী ও গণমূখী পুলিশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সময়ে তিনি সিএমপির পুলিশ সদস্যদের আত্নত্যাগের কথা স্বরন করেন। 

এছাড়াও তিনি গণমূখী পুলিশিং কার্যক্রমে নেওয়া বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক, নাচ, গান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরিশেষে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চা চক্রে সবাই অংশগ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্যবৃন্দ, চসিক মেয়র, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী, পুনাক সিএমপির সভানেত্রী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার, রেলওয়ে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সহ পুলিশের বিভিন্ন ইউনিটের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। 

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার ও মিডিয়া ব্যক্তিত্বরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ৩০ নভেম্বর ৩ হাজার ২৩৮ জন পুলিশ সদস্য ও ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর অধীনে এটি গঠন করা হয়। বর্তমানে সিএমপিতে ১৬টি থানা এবং নতুন কিছু থানা প্রক্রিয়াধীন রযেছে।