ন্যাভিগেশন মেনু

জাঁকজমকভাবে ৩০ বছর পূর্তি উদযাপন করল ওমসা ৯৩‘ ব্যাচ


নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদ ৯৩ ব্যাচ (ওমসা ৯৩) এর ৩০ বছর পূর্তি ও তৃতীয় সতীর্থ সম্মিলন উদযাপন করা হয়েছে।

দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে শুক্রবার স্কুল প্রাঙ্গনে সহপাঠীদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যাচ সভাপতি ডা. প্রবীর চৌধুরী। পরবর্তীতে স্কুল মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন করে একটি স্কুলের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য ৱ্যালি বের করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় তারপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাচ বন্ধু কাজী আব্দুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন ব্যাচের অর্থ সম্পাদক শিশির পরিয়াল। এরপর সকল পরলোকগত শিক্ষক ও বন্ধুদের আত্মার শান্তি কামনা ও স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক মিলন কান্তি রায় চৌধুরী এবং শিক্ষক কাজী মোহাম্মদ শিহাবউদ্দীনকে সম্মাননা প্রদান করা হয়।  আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউনিসিপাল স্কুল ও কলেজের বর্তমান প্রিন্সিপাল শাহেদুল কবীর চৌধুরী। ব্যাচ সভাপতি ডা. প্রবীর চৌধুরীর সভাপতিত্বে এবং ব্যাচ সাধারণ সম্পাদক এম এ মান্নান শিমুলের পরিচালনায় মঞ্চে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিল্টন কুমার নাথ, এস কে এম আজিজুল ইসলাম ও ঝুটন সাহা। 

আলোচনা সভায় ব্যাচ সদস্যদের মধ্যে স্মৃতিচারণ করেন সঞ্জয় ভৌমিক কঙ্কন, ঝুটন সাহা, সাজ্জাত হোসেন, আনিসুজ্জামান সাইমন, সালাউদ্দিন রুবেল, দেলোয়ার হোসেন। আলোচনা সভা শেষে ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় ছিলো, এল আর বি খ্যাত ব্যাচবন্ধু গোলামুর রহমান রুমেল ও তার দলের পরিবেশনায় একটি জমকালো সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান। সব শেষে ছিলো রাতের আহার এবং আকর্ষনীয় ৱ্যাফেল ড্র‘। 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুমন কান্তি মল্লিক, শিশির পারিয়াল, সুমন দে, সৌমেন রুদ্র ও রফিকুল হাসান মানিক।