ন্যাভিগেশন মেনু

জামালপুরে ধানবীজের ন্যায্যমূল্যের দাবিতে চাষীদের মানববন্ধন


জামালপুরে ধানবীজের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চুক্তিবদ্ধ চাষীরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের ফুলবাড়িয়া এলাকার বিএডিসি কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, উপদেষ্টা হাজি আব্দুস সাত্তার, হারুন অর রশীদ ও মোহাম্মদ আলী।

চুক্তিবদ্ধ চাষীরা অভিযোগ করেন, সারাদেশের মতো জামালপুরের বিএডিসির চুক্তিবদ্ধ ধানবীজ চাষীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এক কেজি ধানবীজ প্রস্তুত করতে তাদের খরচ হয় ৪৩ থেকে ৪৪ টাকা। সেখানে সরকারিভাবে বিএডিসি থেকে এক কেজি ধানবীজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ থেকে ৩৯ টাকা। প্রতি কেজিতে চাষীদের লোকশান হচ্ছে ৬ টাকার বেশি।

চলতি মৌসুমে প্রতিকেজি ধান বীজের মূল্য ৪৮ থেকে ৪৯ টাকা করার দাবি জানান চাষীরা।

চুক্তিবদ্ধ চাষীরা বলেন, সরকারিভাবে ধানবীজের মূল্য বৃদ্ধি করা না হলে চাষীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এভাবে চলতে থাকলে চুক্তিবদ্ধ চাষীর সংখ্যা কমে যাবে।

জামালপুর বিএডিসির বীজ উৎপাদন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ জয়নাল আবেদিন জানান, চুক্তিবদ্ধ চাষীরা ধানবীজের মূল্য বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন। তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন।

এমএ/ ওয়াই এ/এডিবি