ন্যাভিগেশন মেনু

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় আফগানিস্তানের


মোহাম্মদ নবীর দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান।

শুক্রবার (১৯ মার্চ) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিনম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় আসগরের দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আসগর আফগান। দ্বিতীয় উইকেটে উসমান ঘানি এবং করিম জানাতের ১০২ রানের পার্টনারশিপ বড় রানের ভিত গড়ে দেয় আফগানদের। ৩৪ বলে ঘানি ৪৯ রানে আউট হলেও অর্ধশতরান পূর্ণ করেন জানাত।

এদিন পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন নবী। ১৫ বলে ৪০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। তার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভার শেষে ১৯৩ রানের পাহাড় গড়ে আফগানিস্তান।

১৯৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ৫৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় সফরকারী দল। ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করে একটা শেষ চেষ্টা করেছিলেন মুতুম্বানি-রায়ান বুরি জুটি। মুতুম্বানিকে এলবিডব্লিউ করে তাদের ৬২ রানের জুটি ভাঙেন নবী। মুতুম্বানি ২১ রান করে আউট হন। ২৯ বলে ৪০ রান করা বুরিকে ফেরান রশিদ খান।

শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ১৪৮ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে ৪৫ রানের জয় পায় আফগানিস্তান।

আফগানদের হয়ে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ খান। ৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান মোহম্মদ নবী। এছাড়া হামজা, ফরিদ ও জানাত একটি করে উইকেট শিকার করেন।

এমআইআর/এডিবি