ন্যাভিগেশন মেনু

জীবননগরে অক্সিজেন সেবাকেন্দ্রের উদ্বোধন


চুয়াডাঙ্গার জীবননগরে দোকান ঘর মালিক সমিতির উদ্যোগে এবং সেচ্ছাসেবী সংগঠন জেবিএফ ফাউন্ডেশন ও বন্ধু রক্তদান কেন্দ্রের সহযোগিতায় জীবননগর পৌর কার্যলয়ের সামনে অক্সিজেন সেবাকেন্দ্রের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় এক আলোচনাসভা শেষে এ সেবা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

হাজী মো. আলী আজগার টগর জানান, এ সেবাকেন্দ্রে ফোন দিলেই মিলবে অক্সিজেন সিলিন্ডার।

এ সময় দোকান ঘর মালিক সমিতির পক্ষ থেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিমিটার দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোতুর্জা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সেলিমা আক্তার প্রমূখ।

উল্লেখ্য, জীবননগর বাজারের জেলা পরিষদ দোকান ঘর মালিক সমিতি করোনা রোগীদের সেবায় সংগৃহীত টাকায় কেনা ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৫টি অক্সিমিটার জীবননগর হাসপাতালে এবং অক্সিজেন সেবা কেন্দ্রের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে প্রদান করে।

শহরের নারায়ণপুর মোড়ে স্থাপিত অক্সিজেন সেবাকেন্দ্রটি পরিচালনা করবে জেবিএফ ও বন্ধু রক্তদান কেন্দ্র নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এসকে/সিবি/এডিবি/