ন্যাভিগেশন মেনু

জীবননগরে উন্মক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে উন্মুক্ত নয়টি জলাশয়ে ৪০৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

জীবননগর উপজেলা পরিষদ পুকুরে সকাল ৯টায় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা অ্যাকাডেমিক কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরিফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভির হাসান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব খাত থেকে ৪০৮ কেজি মাছের পোনা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। এরমধ্যে জীবননগর উপজেলা পরিষদ পুকুরে সাড়ে ৬৬ কেজি, রায়পুর বাওড়ে ১৩৪ কেজি, হাবিবপুর করতোয়া নদীতে সাড়ে ৬৮ কেজি, মনোহরপুর আবাসন পুকুরে ৪০ কেজি, কাশীপুর মাঠপাড়া ভৈরব নদীতে ৪০ কেজি, হাসাদাহ গুচ্ছগ্রাম পুকুরে ২০ কেজি, জীবননগর বনবিভাগ পুকুরে ২০ কেজি এবং খয়েরহুদা বড়োঘাট পুকুরে ২ কেজি পোনা আবমুক্ত করা হয়েছে।

এসকে/সিবি/এডিবি/