ন্যাভিগেশন মেনু

জীবননগরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ


বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ দু:স্থ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার উথলী ইউনিয়নের ২৬ জন মহিলার মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১০ টার সময় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দুস্থ মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।

শেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংবাদিক সালাউদ্দীন কাজল, প্যানেল চেয়ারম্যান মঈনুল হাসান মঈন, উথলী ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান, ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু, ওবাইদুর রহমান, আশরাফুল আলম রতন, আমিনুল ইসলাম, আলতাব হোসেন, আনঞ্জুমানারা খাতুন ভেদি, মরিয়ম বেগম, জয়নব বেগম প্রমুখ।

এসকে/এমআইআর/এডিবি