ন্যাভিগেশন মেনু

জীবননগরে টিকাদান উপলক্ষে অ্যাডভোকেসি সভা


করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৭ আগস্ট থেকে এক সপ্তাহের মধ্যে অন্তত এক কোটি মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ গণটিকা কার্যক্রম বাস্তবায়নে জীবননগর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবাইকে টিকা গ্রহণের উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

টিকাদার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতা করার নির্দেশনা দেন তিনি।

আগামী ৭ আগস্ট থেকে উপজেলার ৮টি ইউনিয়নসহ জীবননগর পৌরসভার ১নং ওয়ার্ডে এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি চলমান থাকবে। টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ ছাড়াও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মাঠে কাজ করবে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল।

এস কে/এমআইআর/এডিবি/