ন্যাভিগেশন মেনু

জীবননগরে পাটচাষীদের দিনব্যাপি প্রশিক্ষণ


চুয়াডাঙ্গার জীবননগরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষীদের একদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সোমবার (৮ মার্চ) জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও পাট অধিদপ্তরের পরিচালক এস এম আরশাদ ইমাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী এবং উপজেলার শতাধিক পাটচাষী।

এসকে/সিবি/এডিবি