ন্যাভিগেশন মেনু

জীবননগরে পৌনে ৭ কেজি রূপা গহনাসহ দুই চোরাচালানী আটক


চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে পৌনে ৭ কেজি রূপার গহনাসহ দুই চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলো- জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের সুলতান আলীর ছেলে মো. আনান্দ (৫০) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের ফজল করিমের ছেলে আব্বাস আলী (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রবিবার বেলা সোয়া ১১টায় জীবননগর বিওপির সামনে পাঁকা রাস্তার উপর বিজিবি চেকপোস্টে চুয়াডাঙ্গা হতে যশোরগামী যাত্রীবাহী বাস যমুনা ডিলাক্স পরিবহনে তল্লাশি করে। এ সময় বাসের দুই যাত্রী বিজিবি সদস্যদের দেখে কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে বিজিবি। পরে আটক আনান্দ এবং আব্বাসের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় পায়ের সাথে এ্যাংলেট দিয়ে মোড়ানো ৬ কেজি ৬৫৮ গ্রাম রূপার গহনা জব্দ করা হয়। আটক আসামিদের রূপার গহনাসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এসকে/সিবি/এডিবি/