ন্যাভিগেশন মেনু

জীবননগরে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় জীবননগর থানা পাইলট হাইস্কুল মাঠে উপজেলার ৪টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বের খেলায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে জীবননগর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উথলী ইউনিয়ন একাদশের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, জীবননগর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন করিব প্রমুখ।

অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় উথলী ইউনিয়ন একাদশের ফেরদৌসী খাতুন। সেরা গোলদাতা নির্বাচিত হয় বিজয়ী দলের শ্যামলী খাতুন।

এসকে/ ওয়াই এ/এডিবি/