ন্যাভিগেশন মেনু

জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা


জীবননগরে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার হাসাদাহ বাজার এবং কাশিপুর বাজারে অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাশিপুর বাজারের মেসার্স রত্না ড্রিংককে পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করা ও নকল রোবট ড্রিংকস তৈরি এবং বাজারজাত করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তৈরিকৃত নকল পণ্যগুলো বিনষ্ট করে দেওয়া হয়।

এ ছাড়া কারখানার লাইসেন্স, বিএসটিআইয়ের অনুমতি এবং কেমিস্ট নিয়োগ না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে হাসাদহ বাজারে মেসার্স মরিয়ম স্টোরকে মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় হাসাদহ মাছ বাজার ও সবজি বাজার তদারকি করা হয় এবং সবাইকে ডিজিটাল স্কেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় বলেও জানান তিনি।

ওয়াই এ/ এডিবি