ন্যাভিগেশন মেনু

জীবননগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


চুয়াডাঙ্গার জীবননগরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল ৭টায় জীবননগর উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, সরকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এ ছাড়াও জীবননগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস লতিফ অমল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বেলা সাড়ে ১১টায় সংগীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসকে/এসএ/এডিবি/