ন্যাভিগেশন মেনু

জীবননগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার চেষ্টা


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাড়ান্দি গ্রামে যৌতুকের টাকা না পেয়ে অন্ত:স্বত্ত্বা স্ত্রীর মুখে জোরপূর্বক বিষ দিয়ে হত্যার চেষ্টা করায় মেয়ের স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা।

বুধবার (৫ আগস্ট) রাতে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূ জান্নাতুল ফেরদৌসির (২৪) মা রোজিনা খাতুন।

লিখিত অভিযোগের পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যৌতুক লোভী স্বামী রফিকুল ইসলামকে (৩২) আটক করেছে।

উপজেলার বাড়ান্দি গ্রামের মাঠপাড়ার মৃত জাহাঙ্গীর আলীর স্ত্রী রোজিনা খাতুন তার লিখিত অভিযোগে বলেছেন, ১১ বছর পূর্বে তার মেয়ে জান্নাতুল ফেরদৌসির সাথে পার্শ্ববর্তী বাড়ির ওয়াজেদ আলী খার ছেলে রফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী পক্ষ নানাভাবে জান্নাতুলের পরিবারের নিকট হতে যৌতুকের জন্য চাপ দেয়। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় স্বামী রফিকুল ইসলাম বুধবার বিকেলে ৫ মাসের অন্ত:স্বত্ত্বা স্ত্রীর মুখে জোরপূর্বক বিষ ঢেলে দিয়ে তাকে হত্যার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় জামাতা রফিকুল ইসলামসহ ৩ জনকে আসামী করে বুধবার রাতেই জীবননগর থানায়ে একটি এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে। 

এস কে/ওয়াই এ/ এডিবি