ন্যাভিগেশন মেনু

জীবননগরে লকডাউনের দ্বিতীয়দিনে ১৫ জনকে জরিমানা


চুয়াডাঙ্গার জীবননগরে লকডাউনের দ্বিতীয়দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৫ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) উপজেলায় ১৫টি মামলা করে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম উপজেলার হাসাদাহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি দেশব্যাপী কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অযথা মোটরসাইকেল নিয়ে রাস্তায় ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

একইসময়ে জীবননগর পৌরশহরে পৃথক আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন। এ সময় তিনি অযথা মোটরসাইকেল নিয়ে রাস্তায় ঘোরাফেরাসহ বিভিন্ন অপরাধে ৯ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে লকডাউনের দ্বিতীয়দিনে জীবননগর উপজেলায় সব ধরনের দোকান, শপিংমল, গণপরিবহন বন্ধ রয়েছে। এরপরও বিধিনিষেধ না মেনে অনেকে বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছেন। লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্গলা বাহিনী কাজ করছেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে দেশব্যাপী কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে অযথা মোটরসাইকেল নিয়ে রাস্তায় ঘোরাঘুরিসহ বিভিন্ন অপরাধে পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১৫টি মামলায় ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এসকে/সিবি/এডিবি/