ন্যাভিগেশন মেনু

জীবননগরে সাড়ে ৪ শতাধিক আদিবাসীকে খাদ্যসামগ্রী বিতরণ


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় করোনাকালীন কর্মহীন সাড়ে ৪ শতাধিক অসহায় ও দুস্থ আদিবাসী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর ব্যক্তিগত উদ্যেগে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

শনিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১০টায় সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর প্রথমে জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামের আদিবাসী পল্লীতে গিয়ে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পরে বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে আরও সাড়ে ৩ শতাধিক আদিবাসী পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনা সংক্রমণের কারণে আদিবাসী পল্লীর অধিকাংশ মানুষ বাড়িতে বেকার বসে আছেন। এ কারণে ওই সব পরিবারের সদস্যরা খাদ্য সংকটে ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন - জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মদ প্রদীপ প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর বলেন, সরকারের সঠিক পদক্ষেপের কারণে চুয়াডাঙ্গা জেলায় করোনা সংক্রমণ পরিস্থিতি অনেক কমে এসেছে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে।

এছাড়া তিনি সরকারের পাশাপাশি বিত্তশালীদেরকে ব্যক্তিগত খরচে অসহায় ও দুস্থ মানুষদেরকে খাদ্যসামগ্রী সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় সরকারের পাশাপাশি ব্যক্তিগত খরচে আরও খাদ্যসামগ্রী সহযোগিতা করার আশ্বাস দেন সংসদ সদস্য।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক প্যাকেটে ছিল - ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ।

এসকে/সিবি/এডিবি/