ন্যাভিগেশন মেনু

জীবননগরে সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


জীবননগরে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগর পৌর শহরের বিসিআইসির সার ডিলার মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী আতাউল হক সরকারি নির্দেশনা অমান্য করে ৮০০ টাকা মূল্যের প্রতি বস্তা ডিএপি সার ৯৯০ টাকা মূল্যে বিক্রি করছিলো। অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার ব্যাপারে কৃষকের কাছ থেকে অভিযোগ পাবার পর ভ্রাম্যমাণ আদালত ওই দোকানে অভিযান চালায়। এ সময় অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত মেসার্স হক ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

এসকে/সিবি/এডিবি/