ন্যাভিগেশন মেনু

জীবননগরে সেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ


চুয়াডাঙ্গার জীবননগরে সেচ্ছাশ্রমে ২শ' মিটার বাঁশের তৈরি সাঁকো নির্মাণ করা হয়েছে। জীবননগর ইয়ুথ এ্যাসেম্বীল সদস্যরা গত এক মাস ধরে এ সাঁকো নির্মাণ করেন।

বুধবার (৮ অক্টোবর) উপজেলা শহরের দত্তনগর রোডের শাপলাকলি পাড়ায় নির্মাণকৃত এ সাঁকো সাধারন মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মানুষের চলাচলের জন্য সাঁকো উন্মুক্ত করে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন-জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ইয়ুথ এ্যাসেম্বীলির সভাপতি মিথুন মাহমুদ, সদস্য স্বর্ণা, লাবনী, তুহিন, ঐশ্বর্য সাহা প্রিয়া, সাদিয়া, নিশান, রমজান, সেলিম।

জীবননগর উপজেলা পৌরসভার শাপলাকলি পাড়ার ২শ' মিটারের একটি মাত্র সাঁকোর কারণে প্রায় ৫ হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ কারণে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাসেম্বীলির সদস্যরা নিজ উদ্যোগে সাঁকোটি তৈরী করার ব্যবস্থা গ্রহণ করেন।

এসকে/এমআইআর