ন্যাভিগেশন মেনু

জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ৮ হাজার গাছের চারা রোপণ


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদনীপুর ও নতুনপাড়া গ্রামসহ উপজেলার ৮টি ইউনিয়নের পরিত্যাক্ত রাস্তার দুইপাশে ফলজ, বনজ ও ওষুধী গাছসহ বিভিন্ন প্রকারের ৮ হাজার গাছের চারা রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় জীবননগরের সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের উদ্যোগে ৮ হাজার গাছের চারা রোপণ করা হয়।

এ সময় অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন।

 এমআইআর/এডিবি