ন্যাভিগেশন মেনু

জীবননগরে ৫ শতাধিক শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ৫ শতাধিক শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রীর সঙ্গে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যের দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য উপস্থিত থেকে শ্রমিকের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

করোনা সংক্রমণ প্রতিরোধে চলতি লকডাউনে মিশুক চালক, ইজিবাইক এবং সিএনজিচালিত অটোরিকশা চালকরা তারা তাদের যানবাহন চালাতে না পেরে বাড়িতে বেকার বসে আছেন। এ কারণে ওই সব পরিবারের সদস্যরা খাদ্য সংকটে ছিলেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেওয়ার পাশাপাশি সংসদ সদস্য নিজেও ব্যক্তিগতভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন - জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর বলেন, লকডাউনের কারনে চুয়াডাঙ্গা জেলায় করোনা সংক্রমণ পরিস্থিতি অনেক কমে এসেছে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ আমাদের সবাইকে লকডাউন কার্যকরে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও খাদ্যসামগ্রী সহযোগীতা করার আশ্বাস দেন সংসদ সদস্য আলী আজগার টগর।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক প্যাকেটে ছিল - ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ।

এসকে/সিবি/এডিবি/