ন্যাভিগেশন মেনু

জীবননগরে ৮ কোটি টাকার ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৮ কোটি টাকার ১৩টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

গূরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এ উন্নয়ন কাজের অর্থনৈতিক সহযোগিতা প্রদান করছে।

পৌরসভা সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প হতে জীবননগর পৌরসভার রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়নে ৭ কোটি ৭৬ লক্ষ ৮৮ হাজার ৭৬৯ টাকা অর্থ বরাদ্দ দেয়। এই অর্থে পৌরসভার ৯টি ওয়ার্ডে উন্নয়নে ১৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এর ঠিকাদার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব জায়েদ হোসেন, পৌর কাউন্সিলর আপিল মাহমুদ, কাউন্সিলর খন্দকার আলী আযম, ঠিকাদার প্রতিনিধি বকুল হোসেন, জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মান্দার আলী, কার্যসহকারী হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এস কে/ ওয়াই এ/এডিবি